abcdefg
রকমারি রম্য | ২৩ নভেম্বর, ২০২০ এর সর্বশেষ খবর | rokomari-rommo | Bangladesh Pratidin
প্রিন্ট ভার্সন
গরম নাকি শীত গরম নাকি শীত

আমার এক ছোটভাই বলল, আপনি হয়তো জানেন ভাই, আগেকার দিনের মানুষের শরীরে এত রোগ-বালাই ছিল না। তাদের শরীরও ফিট থাকত। ভুঁড়ি হওয়ার সুযোগ পেত না। কারণ, তারা পরিশ্রম করত। ঘরে বসে টিভি দেখবে, সেখানেও ছিল পরিশ্রম। কীভাবে? তারা টিভি অন-অফ করত বসা থেকে ওঠে ওঠে। চ্যানেল চেঞ্জের জন্যও উঠতে হতো বসা থেকে। কারণ, তখন রিমোট ছিল না। তো টিভিকেন্দ্রিক যে ওঠাবসা, হাঁটাচলা, এখন কিন্তু তা নেই।…