সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

সামান্য ভুল বোঝাবুঝি

তুই পরেরটাতে গ্রেনেড মার। এটা বলার সঙ্গে সঙ্গে একটা রিকশার চাকা বিকট শব্দে ফেটে গেল...

হামীম রায়হান

সামান্য ভুল বোঝাবুঝি

হাসপাতালের বিছানায় শুয়ে ব্যথায় কাতর সেন্টু ভাই। আঘাতটা ভালোই পেয়েছেন। ট্রাফিক পুলিশ না বাঁচালে হয়তো মেরেই ফেলত। আমরা হাসপাতালে দেখতে গেলাম। সবাই বেশ চিন্তিত। ভাই তো কোনো চোর নয় তবে জনগণ গণধোলাই দিল কেন। সকালে কী কাজে যেন শহরে গেল। ফোনে কথাও হলো বাসে করে ফিরছেন। আবার বাসে বসে একসঙ্গে পাবজিও খেলছিলাম! হঠাৎ ঘটলোটা কী বলতো সেন্টু ভাই?

‘আর বলিস না। আমি তো বাসে পাবজি খেলছিলাম। পাবজিতেও আমি গাড়িতে ছিলাম। শত্রুর ডেরায় ঢুকি গাড়ি চালাচ্ছি। আর আমার পাটনারকে বললাম আমি জানলার পাশে আছি, তুই পরেরটাতে গ্রেনেড মার। এটা বলার সঙ্গে সঙ্গে একটা রিকশার চাকা বিকট শব্দে ফেটে গেল। আর আমার পাশে বসা লোকজন আমায় আটকে ফেলে। এরপর আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখলাম আমি হাসপাতালের বেডে। আমি আর পাবজি খেলব না। উঁহু, ও বাপরে! মরে গেলাম!’

ভাইয়ের এমন করুণ কাতরতা দেখে খুব কষ্ট হলো। আহারে! সিদ্ধান্ত নিলাম আর পাবজি খেলে পাপ বাড়াব না।  কেউ খেলতে বললে শুটিয়ে লাল করে দিব!

- পটিয়া, চট্টগ্রাম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর