শিরোনাম
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চেক ইনবক্স

রাফিউজ্জামান সিফাত

চেক ইনবক্স

ঘুমাচ্ছিলাম। ছোট মামা চুপি চুপি আমার রুমে এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে আতঙ্কিত গলায় বলল, ‘সর্বনাশ হয়ে গেছে রে! তোর ছোট মামী আমাকে ধোঁকা দিয়েছে!’ আমার কাঁচা ঘুম ভেঙেছে, কাঁচা ঘুমে আমার হিসাব থাকে না। আমি ‘আচ্ছা, তুমি ঘুমানোর আগে এসির টেম্পারেচার দুই ডিগ্রি কমিয়ে দিও’, বলে ওপাশ ফিরে আবার ঘুমাতে লাগলাম। এবার মামা আমাকে জোরে ধাক্কা দিয়ে বলল, ‘এত বড় একটা কথা বললাম আর তুই পাত্তা না দিয়ে ঘুমাচ্ছিস! অপদার্থ কোথাকার! উঠে বস।’ মামার ধমকে উঠে বসলাম আর ঘন ঘন হাই তুলতে তুলতে জানতে চাইলাম, ‘হয়েছে কি মামা? রাতবিরাতে কি শুরু করলা?’ আমার কানের অতিরিক্ত কাছে মুখ এনে মামা চাপা গলায় বলল, ‘তোদের মামী ফেসবুক ইনবক্সে যাকে তাকে আজেবাজে কথা লিখে পাঠায়। সে আমার বিশ্বাস ভেঙেছে।’ কথাটি বলে মামা এপাশ ওপাশ হতাশায় মাথা নাড়তে লাগল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘আপা দুলাভাইকে কিছু জানানোর প্রয়োজন নেই। উনারা শুনলে কষ্ট পাবেন।’ আমার ঘুম এবার পুরোপুরি ছুটে গেছে। দ্রুত এসির টেম্পারেচার বাইশ থেকে আঠারোতে নামিয়ে মামার কাঁধে হাত রেখে বললাম, ‘মামা, তোমার তো ফেসবুকে আইডি নেই, মামী ফেসবুকে কী করল তুমি কেমনে জানলা?’ আমার প্রশ্নে মামা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, ‘আমার বন্ধুরা জানিয়েছে।’ আমি খানিকটা বিরক্ত মুখে বললাম, ‘অপরের কথায় তুমি নিজের স্ত্রীকে সন্দেহ করছ? এইটা ঠিক হলো না।’ আমার কথা শুনে মামা তেলে পানিতে ছাঁৎ করে উঠল, ‘আরে রাখ তোর ঠিক-বেঠিক! সে যা ইচ্ছা তাই করে বেড়াবে আর আমি চেক করতে গেলেই দোষ! তোর কাছে আপন কে? আমি নাকি তোর মামী?’ বুঝলাম পরিস্থিতি স্বাভাবিক নেই। মামার মাথা গরম। একটা অঘটন ঘটে যেতে পারে। আমি শান্ত গলায় মামাকে জিজ্ঞেস করলাম, ‘তোমার কাছে প্রমাণ-টমান আছে?’ সিনেমার ভিলেন টাইপ হাসি দিয়ে মামা বলল, ‘একশো একটা প্রমাণ আছে, সব স্ক্রিনশট রেখে দিয়েছি।’ বলেই মোবাইল বের করে মামা ছবি দেখাতে শুরু করল। ছবি দেখে আমার মুখে হাসির রেখা ফুটে উঠতে আরম্ভ করল। স্ক্রিনশটগুলোর সবগুলো মামীর কমেন্টের রিপ্লাই এবং মামী সেখানে লিখেছেন, ‘ইনবক্সে আসুন।’ রিপ্লাই দেখেই মামার মাথা খারাপ হয়ে গেছে। কোন কথার প্রেক্ষিতে মামী এই কথাগুলো লিখেছেন মামা সেটি জানতে চায় নাই। আমি সঙ্গে সঙ্গে ফেসবুক খুলে মামাকে সবগুলো রিপ্লাইয়ের উপরের কমেন্ট দেখিয়ে বললাম, ‘দেখ মামা, মামী অনলাইনে খাঁটি ঘি এর ব্যবসা করে। যাদের তিনি ‘ইনবক্সে আসুন’ লিখেছেন ওদের সবাই মামীর কাছে ঘিয়ের দাম জানতে চেয়েছিল। মামী তাদের ইনবক্সে দাম জানিয়ে দিয়েছেন।’ হাসতে হাসতে আমি আরও বললাম, ‘বিজনেসের বিষয়টা আমি আগে থেকেই জানি, মামী তোমার কাছে গোপন রেখেছিল সারপ্রাইজ দিবে বলে।’ চুপচাপ সবকিছু দেখে মামা লজ্জায় পড়ে গেল। মিনমিনে স্বরে খানিকবাদে বলল, ‘আমারই তবে ভুল হয়েছে কিন্তু তোর মামী এভাবে ইনবক্সে আসুন বলে কেন? সরাসরি কমেন্টে দাম জানিয়ে দিলেই তো পারে!’ মুচকি হেসে আমি বললাম, ‘মামা, ফেসবুকে এবার তুমি একটা অ্যাকাউন্ট খোলো, তারপর মামীকে এই প্রশ্নটিই কর দেখ তিনি তোমাকেও ইনবক্সে আসতে বলে কিনা!’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর