সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্যাটরিনা-ভিকির বিয়ে যদি বাংলাদেশে হতো

রাফিউজ্জামান সিফাত

ক্যাটরিনা-ভিকির বিয়ে যদি বাংলাদেশে হতো

বিয়েতে পাওয়া উপহারের একাংশ

ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়ের দিন খেতে বসে গোশতের টুকরা নিয়ে বিরাট হাউকাউ বাধে। ভিকির ফুপা এনায়েত কৌশল খেতে বসে প্রথমে হাউকাউ শুরু করেন। তার অভিযোগ ছেলেপক্ষের পাতে পর্যাপ্ত গোশতের টুকরা দেওয়া হয়নি। গোশতের বাটিতে গোশতের পরিবর্তে খালি ত্যাল আর হাড্ডিগুড্ডি। ওইদিকে ভিকির দুলাভাইয়ের কনিষ্ঠ পুত্র সুলতান কৌশলের (বয়স আড়াই মাস) প্লেটে তিন পিস রোস্ট চাইলে বাচ্চাকে এক পিস রোস্ট দেওয়া হয়। উল্লেখ্য, ভিকির দুলাভাই আগে থেকেই রেগে ছিলেন, কারণ বিয়ের দাওয়াতে তাকে আলাদা কার্ড দেওয়া হয়নি। এইদিকে রোস্ট চেয়েও না পাওয়ায় তিনি আরও ক্ষেপে উঠেন। রেজালার বাটি ছুড়ে মেরে ভিকির দুলাভাই বলেন, ‘বিয়াতে পাত্রপক্ষের কোনো দাম নাই। বিয়াই খাইতাম না।’ ওই টেবিলে খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন ক্যাটরিনার চাচাতো ভাই সাগর কাইফ। সে বলে, ‘আড়াই মাসের বাচ্চা রোস্ট খাইব কেমনে! যা দেওয়া হইব অইডাই নষ্ট হইব!’ পরে ক্যাটরিনার বাবা খসরু কাইফ, ভিকির ফুপা আর চাচার কাছে সরিটরি বলে তাদের শান্ত করেন। পরে তিনি উপস্থিত থেকে সুলতান কৌশলের পাতে চার পিস রোস্ট তুলে দেন। আড়াই মাসের শিশু সুলতান, রোস্টের বদলে ফিডারেই অধিক মনোযোগী ছিল। রোস্টের পিসগুলো ওঠে আসে ভিকির চাচি জমিলা কৌশলের ভানিটি ব্যাগে করে আনা টিফিন বক্সে।

বিয়েতে উপহার হিসেবে উঠেছে- ছয়টা ডিনার সেট (আঠারো পিসের চারটা, একটা চব্বিশ পিস, একটা বত্রিশ পিস), পাঁচটা রাইস কুকার, দুইটা ফিন্নি সেট, তিনটা ব্লেন্ডার মেশিন, দুইটা ইলেকট্রিক ইস্ত্রি, একটা সোনার চেইন, এক সেট মেলামাইনের বাটি, দুইটা সিল্কের শাড়ি, একটা বেডশিট (সাদা), একটা ফিল্টার মেশিন আর নগদ ১২ হাজার ৩১৭ টাকা। (তিন শ সতেরো টাকা কে দিছে তাকে খোঁজা হচ্ছে)। নবদম্পতির হানিমুনের জন্য এসি বাসের দুটি টিকিট কাটা হয়েছে। রাত ১০টায় মালিবাগ বাস কাউন্টার থেকে নবদম্পতি কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বে। আশা করা যাচ্ছে, সমুদ্রতীরে দাঁড়ানো তাদের একটি সেলফি ফেসবুকে দেখা যাবে।

সর্বশেষ খবর