সোমবার, ১৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

প্রথম বন্ধু : আচ্ছা, তুই কি মনে করিস পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে?

দ্বিতীয় বন্ধু : হ্যাঁ। তুই কি মনে করিস না?

প্রথম বন্ধু : আরে না, আমি কি সবার মতো বোকা নাকি?

দ্বিতীয় বন্ধু : বুঝিয়ে বল তো।

প্রথম বন্ধু : পৃথিবী আসলে মাঝে মাঝে আমাদের চারপাশেও ঘোরে।

দ্বিতীয় বন্ধু : কি বলিস! কখন?

প্রথম বন্ধু : যখন মাথা ঘোরায়!

 

 

স্যার সবার থেকে হোম ওয়ার্ক নিচ্ছে। সবাই ঠিকভাবে করেছে। কিন্তু জরিনা করেনি। স্যার তাকে বললেন, কিরে, হোম ওয়ার্ক করিসনি কেন?

জরিনা : স্যার, আমার বাড়ি তো ঝালকাঠি। আমি তো এখানে হোস্টেলে থাকি। হোম ওয়ার্ক করতে আমাকে ঝালকাঠি যেতে হবে?

সংগ্রহ : জাহিদুল হাসান ওয়াসী, পশ্চিম মাদারবাড়ি, চট্টগ্রাম।

 

 

শিক্ষক : বলো তো, কোনটি আমাদের বেশি দরকার, সূর্য না চাঁদ?

ছাত্র : চাঁদ, স্যার।

শিক্ষক : কেন?

ছাত্র : রাতে চারদিক অন্ধকার থাকে তখন চাঁদ আমাদের আলো দেয়। আর দিনে চারদিক আলো আর আলো। সূর্য আমাদের তখন আলো দেয় তাই।

 

 

ছেলে : ইশ, কেন যে আপেলের সাইজ তরমুজের সমান হলো না!

বাবা : কেন রে?

ছেলে : মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা মুখস্থ হচ্ছে না!

 

 

স্যার : এই বল তো, গরু আমাদের কী দেয়?

ছাত্র : গরু আমাদের গুঁতো দেয় স্যার!

 সংগ্রহ : খন্দকার ফাহিম, রসুলপুর আমলীতলা বাজার, গফরগাঁও, ময়মনসিংহ।

 

 

শিক্ষক ক্লাসে এসে ক্রিকেট নিয়ে একটা রচনা লিখতে বললেন। পল্টু পাঁচ মিনিটের মধ্যেই রচনা লিখে ফেলল। শিক্ষক মুগ্ধ হয়ে পল্টুকে তার লেখা রচনা উচ্চৈঃস্বরে পড়তে বললেন।

পল্টু : বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়েছে!

সংগ্রহ : দেবজ্যোতি সাহা, চতুর্থ শ্রেণি, ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর