সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

অনেক দিন ধরে দুপুরবেলা একই রেস্টুরেন্টে খাবার খান রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন-

রফিক : এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।

ওয়েটার : বলেন কি স্যার?

রফিক : হ্যাঁ, তাই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।

ওয়েটার : হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!

 

-

 

ড্রাইভার পদে চাকরির জন্য পল্টু গেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ চলছে-

প্রশ্নকর্তা : আপনাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা আপনাকে দেওয়া হবে। স্টার্টিং বেতন দেওয়া হবে ২ হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো?

পল্টু : না, না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়।

 

-

 

এলাকায় সুইমিং পুল করার জন্য চাঁদা তোলা হচ্ছে-

বাবলু : বাবা, এক ভদ্রলোক নতুন একটা সুইমিং পুল তৈরি করার জন্য চাঁদা চাইছেন।

বাবা : ওকে এক মগ পানি দিয়ে বিদায় করে দে।

 

-

 

পাড়ার এক ছেলেকে দাঁড় করিয়ে মেয়ের বাবা বলল, ‘ইভ টিজিং ও ভালোবাসার মাঝে পার্থক্য কী?’

ছেলে : মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না থাকলে হয় ইভ টিজিং।

মেয়ের বাবা : তুমি কি ইভ টিজিং কর?

ছেলে : না, আপনার মেয়ে তো রাজি।

সংগ্রহ : নাঈম হাসান, বরভরা, রসুলপুর, গফরগাঁও, ময়মনসিংহ।

 

-

 

প্রেমিকার বাবা : তুমি কি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করতে পারবে?

প্রেমিক : জি, পারব।

প্রেমিকার বাবা : এত শিওর হচ্ছ কী করে?

প্রেমিক : আপনার মেয়ে বলেছে, সে আমাকে ছাড়া কিছুই চায় না।

 

-

 

গৃহকর্ত্রী নতুন আয়াকে প্রশ্ন করলেন, ‘তুমি যে বাচ্চা পালবে, তোমার কি শিশুদের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে?’

আয়া : আছে না! আমি নিজেই তো এক সময় শিশু ছিলাম।

সংগ্রহ : লামীম উর রশীদ রাফি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর