সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

♦ গান গেয়ে জুলির প্রতি ভালোবাসা প্রকাশ করল মজনু। তারপর গদগদ স্বরে বলল-

মজুন : প্রিয়তমা, কেমন গাইলাম বল তো?

জুলি : তোমার তো টেলিভিশনে গান গাওয়া উচিত।

মজনু : সত্যি?!

জুলি : হ্যাঁ। সে ক্ষেত্রে আমি অন্তত টিভিটা বন্ধ করে দিতে পারব।

 

♦ মফিজ বেশ কৃপণ। একবার  গেছেন কলা কিনতে-

মফিজ : কী ভাই, এই ছোট কলাটার দাম কত?

বিক্রেতা : তিন টাকা।

মফিজ : ২ টাকায় দেবে কি না বল?

বিক্রেতা :  বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।

মফিজ : এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

 

সংগ্রহ : মো. রোমান মিয়া (মুস্তাফিজ), প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স ৪র্থ বর্ষ, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর