সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

♦ সদ্য বিবাহিত এক তরুণীকে তার বান্ধবী জিজ্ঞেস করল, ‘কিরে, নতুন দাম্পত্য-জীবন কেমন লাগছে?’

তরুণী জবাবে বলল, ‘আমি তো বিয়ের আগে আর বিয়ের পরের অবস্থার মধ্যে তেমন কিছুই পার্থক্য দেখছি না। আগেও আমাকে অর্ধেক রাত জেগে কাটাতে হতো-যতক্ষণ না ও বাড়ি যাওয়ার জন্য ওঠে; এখনো আমাকে অর্ধেক রাত জেগে অপেক্ষায় থাকতে হয়, কখন ও ফেরে।’

 

♦ বিয়ের কয়েক বছর পর দুই বান্ধবীর দেখা। দুজনই যার যার স্বামী নিয়ে গল্পে মেতে উঠল।

প্রথম বান্ধবী বলল, ‘আমার স্বামী বিয়ের আগে চাকরি করত। এখন ব্যবসা করছে। ফ্ল্যাট হয়েছে, গাড়িও কিনেছি।’

দ্বিতীয় বান্ধবী বলল, ‘আমিও আমার স্বামীকে লাখপতি বানিয়েছি।’

‘বিয়ের আগে সে কী ছিল?’

‘কোটিপতি।’

 

♦ প্রধান ফটকে লেখা আছে, ‘তোতা হইতে সাবধান’।

এক অতিথি উঁকি দিয়ে দেখলেন, ভিতরে একটা নিরীহ গোছের ছোট্ট তোতাপাখি বসে আছে।

অতিথি বিড়বিড় করে বললেন, ‘ফাজলামোর আর জায়গা পায় না।’ সতর্কবাণীর তোয়াক্কা না করে দরজা খুলে ভিতরে ঢুকলেন তিনি। সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াল তোতা। কর্কশ গলায় বলল, ‘জনি, টমি, ভুলু! আক্রমণ!’ বাড়ির কোণ থেকে তিনটা বিকট দর্শন কুকুর ছুটে এলো!

 

♦ শিক্ষক : পল্টু, বল তো দেখি আমার এক হাতে ১০টা আপেল, অন্য হাতে ৮টা আপেল, তাহলে আমার কী আছে?

পল্টু : স্যার, আপনার অনেক বড় হাত আছে!

 

♦ এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?’

বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’

শিকারি : আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?!

সংগ্রহ : হোসেন ইকবাল, মনহরদী, নরসিংদী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর