সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

স্ত্রী : অ্যাই, খেলার চ্যানেল পাল্টাও, আমি এখন রেসিপির অনুষ্ঠান দেখব।

স্বামী : রেসিপির অনুষ্ঠান দেখে কী লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?

স্ত্রী : এই বুড়ো বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে?

 

 

নদীর পাড়ে ছবি তুলছে ফটোগ্রাফার। এক মহিলা ছুটে এলো তার কাছে, বলল, ‘জলদি আমার সঙ্গে চলুন, প্লিজ! আমার বান্ধবী পানিতে ডুবে যাচ্ছে।’

‘ইস! একটু আগে যদি বলতেন! আমার ক্যামেরার ফিল্ম শেষ হয়ে গেল এই মাত্র!’

 

 

মিজান : বুঝলি, সামনের মাসেই আমার স্ত্রীর জন্মদিন। আমাদের বিয়ের পর এটাই ওর প্রথম জন্মদিন। কিন্তু আমার যে ভুলোমন, না জানি ওর জন্মদিনের কথা ভুলে বসে থাকি!

সুমন : এই প্রথমবার ভুলে যা, আজীবন মনে রাখার ব্যবস্থা হয়ে যাবে!

 

 

দুজন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক একটানা দুই ঘণ্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন।

শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়াড় বলল, তা হলে আপনিই খেলুন না।

ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন, না, না আমার এত ধৈর্য কোথায়!

 

 

রোগী : ডাক্তার সাহেব, আমার দাঁতে প্রচন্ড ব্যথা।

ডাক্তার : হ্যাঁ করুন।

রোগী : হ্যাঁ।

ডাক্তার : আরও একটু হ্যাঁ করুন।

রোগী : করছি তো।

ডাক্তার : আরও একটু।

রোগী : কী ব্যাপার, আমার মুখের ভিতর বসে দাঁত খুলবেন নাকি!

 

 

দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে-

প্রথম বন্ধু : আসলে তুই একটা ইঁদুর।

দ্বিতীয় বন্ধু : তোর এই কথাটা আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে দেখে ছুটে পালাত। ইঁদুরকে ওর ভীষণ ভয়।

 

 সংগ্রহ : সোহেল চৌধুরী, বাসাইল, টাঙ্গাইল।

সর্বশেষ খবর