সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

: এই ওষুধে কোনো সমস্যা হবে নাতো? : সমস্যা কী হবে? তেলাপোকাই তো মরবে না!

ইচ্ছে হলে হাসুন

► ভাই, একটা টাকা দিবেন! বাড়ি যাব, টাকা-পয়সা নাই।

: ভাংতি যে নেই। এক শ টাকার নোট।

: ওটা দিলেও চলবে। ট্যাক্সি করেই না হয় বাড়ি যাব।

 

► ডাক্তার রোগীকে ব্যবস্থাপত্র দিয়ে বললেন-

ডাক্তার : আপনার খাবার সব সময় ঢাকা রাখবেন।

রোগী : কেন? ঢাকা তো অনেক দূর! আমাদের মহল্লার আশপাশে কোথাও রাখলে চলবে না?

 

► বুড়ো মুমূর্ষু। কাপড়ের দোকান করে অনেক সম্পত্তির মালিক হয়েছেন। মুমূর্ষু মুহূর্তে তার চার ছেলেই বিছানার পাশে বসে আছে। হাতড়ে বড় ছেলের হাতটা ধরলেন।

: কে তুই?

: আব্বা, আমি তোমার বড় ছেলে।

আশপাশে হাতটা পুনরায় নড়েচড়ে বেড়ায়।

: তুই?

: আব্বা, আমি তোমার মেজো ছেলে।

: তুই সেজো, নারে?

: হ্যাঁ, আব্বা।

: ছোট ছেলেটা কোথায়?

: আব্বা, এই যে আমি।

: সবাই এখানে বসে আছিস? তা হলে দোকান দেখছে কে?

 

► শিক্ষক : কী ব্যাপার? তোমার তিনটা চশমা কেন?

ছাত্র : একটা দিয়ে আমি লেখাপড়া করি। আরেকটা দিয়ে বাইরে ঘুরে বেড়াই এবং আরেকটি দিয়ে আগের দুটো খুঁজে বের করি!

 

► আপনার দোকানে তেলাপোকা মারার ওষুধ পাওয়া যাবে?

: হ্যাঁ, পাবেন।

: এ ওষুধে কোনো সমস্যা হবে নাতো?

: সমস্যা কী হবে? তেলাপোকাই তো মরবে না!

 

সংগ্রহ : হোসনে আরা, বাগমারা, রাজশাহী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর