সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

► কিরে কেমন আছিস? তোর বৌ কেমন আছে?

: বৌ নেই। ছয় মাস হলো রাগ করে বাপের বাড়ি চলে গেছে।

: কী কথা বলেছিলি মনে আছে তোর? আমার বৌয়ের ওপর কথাটা একবার প্রয়োগ করে দেখতাম।

 

► ভাতিজা তার চাচার বাসায় এসেছে।

ভাতিজা : চাচা, একটা কথা বলব?

চাচা : বল, কিন্তু কম কথায় স্পষ্ট করে বলবে।

ভাতিজা : ১০০ টাকা দেন।

 

► শিক্ষক : ইংরেজিতে কাঁচা বলে তোমাকে ফ্লাওয়ার বানানটা ২০ বার লিখতে বললাম। তুমি পাঁচবার লিখেছ কেন?

ছাত্র : স্যার, আমি অঙ্কেও বেশ কাঁচা।

 

► ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করছেন কর্মকর্তা, ‘আপনি কোন ধরনের কাজে বিশেষ দক্ষ?’

প্রার্থী : আমি লেখালেখি করি। আমার দুটো বই বেরিয়েছে, আরও একটা উপন্যাস লিখছি।

কর্মকর্তা : সে তো ভালো কথা। কিন্তু আমি আসলে জানতে চাইছিলাম, অফিসে আপনি আমাদের কী ধরনের কাজে দক্ষতা দেখাতে পারবেন?

প্রার্থী : আমি অফিসে বসেও লেখালেখি করতে পারি। কোনো সমস্যা হয় না।

 

► জলিলকে চিঠি পড়ে শোনাচ্ছিল ঝন্টু। এ সময় সেখানে এসে হাজির বাবলু।

বাবলু : কিরে ঝন্টু, চিঠি পড়ে শোনাচ্ছিস ভালো কথা। কানে তুলা গুঁজে রেখেছিস কেন?

ঝন্টু : জলিলের প্রেমিকার চিঠি তো, জলিল চায় না আমি তার চিঠির কথা শুনে ফেলি!

 

►স্বামী-স্ত্রীর মধ্যে কথোপকথন-

স্বামী : পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো?

স্ত্রী : ওরা আমাদের চিনি দেবে না।

স্বামী : ওরা তো খুব কঞ্জুস!

স্ত্রী : ওদের কিপ্টেমির কথা আর বলো না।

স্বামী : তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো যাও।

সংগ্রহ : রতন সরকার, মেহেরপুর, খুলনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর