সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

ইচ্ছে হলে হাসুন

► মিলন : তোর ছোট ভাইটা এখন কী করছে?

মামুন : কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।

মিলন : কেন?

মামুন : কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে!

 

► ক্রেতা : তোমার দোকানে কি সব কিছু পাওয়া যায়?

বিক্রেতা : জি স্যার, সব পাবেন।

ক্রেতা : বিস্কুট আছে?

বিক্রেতা : ওহেহা, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে।

ক্রেতা : চাল আছে?

বিক্রেতা : চাল স্যার এখনো এসে পৌঁছেনি। আমি স্যার খুবই দুঃখিত।

ক্রেতা : সাবান আছে?

বিক্রেতা : স্যার, সাবান আজকে বিকালে এলেই পাবেন, এখন নেই।

ক্রেতা : তালা আছে?

বিক্রেতা : জি স্যার, এটা আছে!

ক্রেতা : গুড। তাহলে দোকানে তালা লাগিয়ে বাড়ি যান।

 

► রাস্তায় দুই বন্ধুর দেখা।

প্রথম বন্ধু : হাসান বলল, কাল শিকারে গিয়ে সে এক গুলিতে এক ডজন হাঁস মেরেছে।

দ্বিতীয় বন্ধু : তাই নাকি! কিন্তু আমাকে যে বলল দুই ডজন মেরেছে।

প্রথম বন্ধু : ঠিকই বলেছে! সে ভেবেছে তুমি আমার চেয়ে দ্বিগুণ বোকা।

 

► বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল এক তরুণ আর এক তরুণী।

তরুণ : বাহ, লিপস্টিকের রংটা বেশ।

তরুণী : ধন্যবাদ।

তরুণ : কানের দুলটাও খুব সুন্দর।

তরুণী : ধন্যবাদ।

তরুণ : হাতের চুড়িগুলো খুব মানিয়েছে।

তরুণী : ধন্যবাদ ভাইয়া।

তরুণ : বলছিলাম, তবু আপনাকে দেখতে একেবারেই ভালো দেখাচ্ছে না!

 

► আমাকে ১০০ টাকা ধার দেবে?

: দিতে পারি। কবে ফেরত দেবে?

: তিন দিন পর।

: যদি না দাও তা হলে কিন্তু তোমার সঙ্গে আর কোনো দিন কথা বলব না।

: তা হলে ৫০০ টাকা দাও।

সংগ্রহ : জুয়েল রানা, হালুয়াঘাট, ময়মনসিংহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর