সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

খেলা নিয়েই ব্যস্ত

ইকবাল খন্দকার

খেলা নিয়েই ব্যস্ত

কার্টুন : কাওছার মাহমুদ ► ডায়ালগ : তানভীর আহমেদ

আমার এক ছোটভাই বলল, একটা জিনিস আমার বুঝে আসে না। যেসব দেশের ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো করছে না, একের পর এক ম্যাচ হারছে, সেসব দেশের ক্রিকেট বোর্ড কেন তাদের খেলোয়াড়দের জন্য খেলার মাঠে ফেসবুক দেখার সুযোগ করে দিচ্ছে না! আমি মনে করি দ্রুত এ সুযোগটা করে দেওয়া উচিত। এতে তারা আর কোনো ম্যাচই হারবে না। জিতবে এবং জিততেই থাকবে। আমি অবাক হয়ে বললাম, এটা তুই কী বলছিস? খেলার মাঠে ফেসবুক দেখার সুযোগ কীভাবে করে দেবে? তবু না হয় কোনোভাবে সুযোগটা করে দিল, যেহেতু এখন তথ্য প্রযুক্তির জোয়ারের যুগ। অনেক কিছুই সম্ভব এখন। কিন্তু খেলার মাঠে ফেসবুক দেখার সুযোগ দিলেই নিশ্চিত জয়, এটা তুই কীভাবে বলছিস? ছোটভাই বলল, আপনি হয়তো খেয়াল করেননি। ফেসবুকে কিন্তু দারুণ সব পরামর্শ দেওয়া হয়। যেমন অমুক ব্যাটসম্যান এভাবে বলে বাড়ি দিয়েছে বলে আউট হয়েছে। যদি এভাবে বাড়ি না দিয়ে ওভাবে দিত তাহলে আউট হতো না। অমুক বোলার এভাবে বল ছুড়েছে বলে উইকেট পায়নি। যদি এভাবে বল না ছুড়ে সেভাবে ছুড়ত, তাহলে নিশ্চিত উইকেট পেত। আমি শিউর, যদি ফেসবুকের এসব পরামর্শ কোনো দলের প্লেয়াররা ফলো করে তাহলে জীবনেও কেউ আউট হবে না। কোনো বলই মিস যাবে না। বলে বলে ছক্কা, বলে বলে উইকেট। জয়ের জন্য আর লাগে কী? আমার এক বন্ধু বলল, জীবনে অনেক বড় ভুল করে ফেললাম রে দোস্ত। কেন যে বিয়ের সময় এ বিষয়টা মাথায় রাখলাম না! আমি জানতে চাইলাম, কোন বিষয়টা? বন্ধু বলল, বিয়ের আগে যখন আমি আমার হবু বউকে দেখতে গেলাম, তখন তাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম। রান্নাবান্না করতে পারে কি না, কবিতা পছন্দ করে কি না, ঘুরতে পছন্দ করে কি না ইত্যাদি। আমি বললাম, এসব প্রশ্ন তুই করতেই পারিস। সবাই করে। আমিও করেছিলাম। বন্ধু বলল, আমার আফসোস, এত প্রশ্ন করলাম, কেন আসল প্রশ্নটা করলাম না। আমি বললাম, আসল প্রশ্ন আবার কোনটা? বন্ধু বলল, কেন তাকে তখন জিজ্ঞেস করলাম না ক্রিকেট খেলা বোঝে কি না। যদি জিজ্ঞেস করতাম তাহলে আজকে খেলা দেখতে বসে এত যন্ত্রণা সহ্য করতে হতো না। আমি বললাম, খেলা দেখতে বসে তোকে কী ধরনের যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? বন্ধু বলল, প্রশ্নের যন্ত্রণা। আমার বউ ক্রিকেটের ‘ক’ও বোঝে না। কিন্তু খেলা চলাকালে আমার পাশে বসে থাকে ঠিকই। তারপর করতে থাকে প্রশ্নের পর প্রশ্ন। আম্পায়ার ওয়াইডের সংকেত দিতে গিয়ে হাত দুইদিকে প্রসারিত করতেই বউ প্রশ্ন করে বসে, এই লোক হাত ছড়াইছে ক্যান? সে কি কোলাকুলি করতে চাইতাছে? ক্রিকেটাররা খেলার মাঝখানে তার সঙ্গে কীভাবে কোলাকুলি করব? লোকটার কি আক্কেল-জ্ঞান নাই? আবার কোনো ব্যাটার যদি ছক্কা পেটায় আর বল দর্শক গ্যালারিতে চলে যায়, শুরু হয় তার প্রশ্ন। আজকাল মানুষের সঙ্গে বিশ্বাস আছে? এখন যদি বলটা তারা ফেরত না দেয়, তাইলে খেলব ক্যামনে? খেলার মাঝখান দিয়া বাজার থেইকা নতুন বল কিন্না আনা ঝামেলার কাজ না? এই সময়ে কেডা যাইব বাজারে? আর এখন যে দোকান খোলা, এইটারই বা গ্যারান্টি কী?

সর্বশেষ খবর