সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছে হলে হাসুন

► অনুশীলনের সময় এক বোলার তার কোচকে গিয়ে বলল, আমি মাত্র স্পিড মিটারে দেখলাম আমার করা বলটা ঘণ্টায় ১৫০ মাইল গতিতে ছিল। এটা আমি কাকে জানাব?

কোচ বললেন, স্পিড মিটার মেকানিককে।

 

► রবীন্দ্রনাথ কি কখনো ক্রিকেট খেলেছিলেন?

: বোধহয় খেলেছিলেন। কারণ তার একটা গানে আছে ‘বল দাও মোরে বল দাও।’

 

► এক ক্রিকেটার নিজের শাশুড়িকে খেলা দেখার দাওয়াত দেন। ব্যাট হাতে ক্রিজে গিয়ে তিনি বেশ নার্ভাস বোধ করছিলেন। ব্যাটার উইকেটকিপারকে বললেন, ‘আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, এই বলটি আমি ঠিকমতো হিট করতে পারব তো? গ্যালারির ওইখানে আমার শাশুড়ি বসে আছেন।’

উত্তরে উইকেটকিপার বললেন, ‘আমি বাজি ধরে বলতে পারি, তুমি কোনোদিনও অতদূরে তোমার শাশুড়িকে হিট করতে পারবে না।’

 

► এক দুর্দান্ত ফাস্ট বোলারের সামনে কোনো ব্যাটসম্যানই টিকতে পারছিল না। সাত নম্বর ব্যাটসম্যান মাঠের দিকে যাওয়ার সময় প্যাভিলিয়নের গেট দিয়ে বেরিয়ে আবার গেটটাকে আটকাতে যাচ্ছিল। তখন ভিড়ের ভিতর থেকে একজনের জোর গলার মন্তব্য- খামোখা কষ্ট করছেন কেন? একটু পরেই তো ফিরবেন। তখন না হয় আটকে দেবেন!

 

► খুব বাজে শট খেলে এক ব্যাটসম্যান আউট হয়েছেন। দুর্ভাগ্যবশত তিনিই আবার দলের অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমার জীবনে এর চেয়ে খারাপ শট আমি কখনো খেলিনি।’ এক সাংবাদিক তখন দাঁড়িয়ে বললেন, আপনি বলতে চাচ্ছেন যে, এর আগেও আপনি কখনো ক্রিকেট খেলেছেন!

 

সংগ্রহ : হাসিবুর রহমান চৌমুহনী, নোয়াখালী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর