সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মার্ক টোয়েনের ট্রেন ভ্রমণ

মার্ক টোয়েনের ট্রেন ভ্রমণ

বিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েন ফ্রান্স ভ্রমণ করছিলেন। ট্রেনে করে তিনি ডিজন যাচ্ছিলেন। ক্লান্ত টোয়েন ট্রেনেই ঘুমাতে চাচ্ছিলেন। এক সময় ট্রেনের কন্ডাক্টরকে তিনি বললেন, তাকে যেন ডিজন পৌঁছালে ডেকে দেওয়া হয়। কন্ডাক্টরকে মার্ক টোয়েন এটাও বললেন, ‘ঘুম থেকে ডাকার সময় আমি খুব রেগে যেতে পারি। অবশ্য আমার রাগ দেখে মন খারাপ না করবেন না। আমাকে অবশ্যই ডিজনে পৌঁছালে ডেকে দেবেন।’ ট্রেন ডিজন ছেড়ে প্যারিসে পৌঁছার পর টোয়েন জেগে ওঠেন। বাইরে তাকিয়ে ট্রেনের কন্ডাক্টরের ওপর ক্ষেপে যান তিনি। কন্ডাক্টরকে খুঁজে বের করেন তিনি। টোয়েন তাকে দেখেই বলেন, ‘আমি আমার জীবনে এর আগে কখনো এত বেশি রাগান্বিত হইনি।’ ট্রেনের কন্ডাক্টরও টোয়েনকে জবাব দিল, ‘আমারও তাই মনে হয়েছিল। ঘুমের মধ্যে কাউকে ডাকলে সে এত রেগে যায় কীভাবে?’

সর্বশেষ খবর