সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

► হিমালয় জায়গাটা কেমন?

: মোটামুটি ভালো।

: তা কী দেখলি ওখানে?

: আর বলিস না। এত এত পাহাড়! কিছুই দেখতে পেলাম না!

 

► বাবা : তোকে না বলেছিলাম, পরীক্ষায় পাস করলে সাইকেল কিনে দেব।

ছেলে : হ্যাঁ, বলেছিলে তো।

বাবা : তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?

ছেলে : কেন, সাইকেল চালানো শিখছিলাম!

 

► বাবা : জানিস, তোর পড়ালেখার পেছনে আমার কত খরচ হয়?

ছেলে : হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।

 

► চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ংকর প্রাণী, কী ভীষণ হিংস্র সে!

ছেলে : (কাঁদো কাঁদো হয়ে) বাবা, এই বাঘ যদি তোমাকে খেয়ে ফেলে!

বাবা : (আদুরে স্বরে) কী হবে তাহলে?

ছেলে : আমি বাসায় যাব কীভাবে! ভ্যা...

 

► বাবা : খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?

খোকা : খুবই খারাপ, বাবা।

বাবা : বলো কি! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি!

 

 সংগ্রহ : তাওহীদুল ইসলাম তাফসির, পঞ্চম শ্রেণি, ৭৩ নম্বর পশ্চিম ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া, গফরগাঁও, ময়মনসিংহ।

 

► হলে নিজের ঘরে ঢুকেই গলা ছেড়ে কাঁদতে শুরু করল এক ছাত্রী। অন্যরা এগিয়ে এল ওকে সাহায্য করতে।

: কী হয়েছে তোর?

: আর বলিস না, আমি বাবাকে বলেছিলাম কম্পিউটার কেনার টাকা পাঠাতে।

: বাবা টাকা পাঠায়নি বলে কাঁদছিস?

: তাহলে তো ভালোই হতো। বাবা কম্পিউটারের টাকা না পাঠিয়ে একটা কম্পিউটারই কিনে পাঠিয়ে দিয়েছে!

 

► স্ত্রী : এত দিন বাপের বাড়িতে থেকে সাত দিন পর আমি বাড়ি ফিরলাম। তোমার কি আমাকে কিছুই বলার নেই? গত কদিনে আমাকে বলার মতো কোনো কথাই জমা নেই?

স্বামী : আছে- ‘ধন্যবাদ’।

 

সংগ্রহ : মৌসুমী পারভীন, বাগমারা, রাজশাহী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর