সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

► মেয়ে : মা জুয়েল বলেছে আমি ওকে বিয়ে করতে রাজি হলে পুরো পৃথিবীটা ও আমার পায়ের তলায় এনে দেব।

মা : পৃথিবী তোমার পায়ের তলাতেই আছে। তোমার এখন দরকার মাথার ওপর টাকটা ছাদ। সেটা ও দিতে পারবে কি না জিজ্ঞেস করেছ?

 

► পথচারী : এই মিথ্যুক! তুমি তো অন্ধ নও। তুমি অন্ধ সেজে ভিক্ষা করছ কেন?

ভিক্ষুক : ঠিকই ধরেছেন স্যার। যে অন্ধ সে আজ ছুটিতে গেছে। তার জায়গায় আমার ডিউটি পড়েছে। আসলে আমি বোবা!

 

► ক্রিকেট ম্যাচ শেষ করে পল্টুু তার বন্ধু বল্টুর সঙ্গে কথা বলছে-

পল্টু : কী রে, এতক্ষণ কোথায় ছিলি?

বল্টু : ক্রিকেট খেলে আসলাম।

পল্টু : তা তুই কত রান করেছিস?

বল্টু : অল্পের জন্য সেঞ্চুরিটা করা হলো না।

পল্টু : কেন?

বল্টু : আর বলিস না! বিপক্ষ দল দুর্দান্ত এক বোলার নিয়ে এসেছিল।

পল্টু :  কী করেছে সেই বোলার?

বল্টু : আরে, মাত্র ৯৯ রান বাকি থাকতেই আমার উইকেটটা নিয়ে নিয়েছে ওই বোলার।

 

► চেয়ারম্যান : আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি, তাহলে এই এলাকায় একটি ব্রিজ করে দেব।

জনৈক ব্যক্তি : এই গ্রামে তো কোনো খাল নেই, আপনি ব্রিজ করবেন কীভাবে?

চেয়ারম্যান : প্রথমে খাল করব তারপর ব্রিজ করব!

 

► আমার মেয়েকে যে বিয়ে করতে চাও ওকে খাওয়াবে-পরাবে কী? তোমার মাসিক আয়টা কত শুনি।

: নিশ্চিত আয় মাসে হাজার খানেক, আর এদিক ওদিক করে...

: হাজার খানেক। জানো আমার মেয়ে আমার কাছ থেকে মাসে হাত খরচই পায় ১ হাজার টাকা।

: নিশ্চিত আয় বলতে আমি ওটাই বুঝিয়েছি।

 

► ছোটকু দাদির কাছে চিঠি লিখছিল।

দাদিইইইই! কেমন আছোও! আমি ভালোও!

পেছনে মা দাঁড়িয়ে বললেন, সেকি! তুই এভাবে লিখছিস কেন?

ছোটকু : দাদি তো কানে কম শোনে, তাই চিৎকার করে বলছি!

 

► হোজ্জাকে একদিন একজন রাস্তায় থামিয়ে জিজ্ঞেস করল, ‘আজকে সপ্তাহের কোন দিন?’

‘বলতে পারব না’, জবাবে হোজ্জা বললেন, ‘আমি এই এলাকায় নতুন। জানি না এখানকার মানুষ সপ্তাহের কোন দিনটি মেনে চলে।’

 

► হাসান ডাক্তারের কাছে গেছে।

হাসান : আমি প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে ইঁদুরের ফুটবল খেলা দেখি।

ডাক্তার : এ ওষুধটা নিন। ঠিক হয়ে যাবে।

হাসান : ওষুধটা কালকে নিতে পারি? আজ আবার ফাইনাল খেলা কি না!

 

► দুই অনুবাদক একটা নৌকায় করে ভিনদেশে যাচ্ছেন

১ম জন : সাঁতার জানেন?

২য় জন : জানি না, তবে ৯টা  ভাষা জানি। ডুবে গেলে নয়টা ভাষায় সাহায্যের জন্য চিৎকার করতে পারব!

 

সংগ্রহ : আবুল হাসান, কুমারখালী, কুষ্টিয়া

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর