সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

একবার এক লোক হোজ্জার কাছে একটা চিঠি নিয়ে এসে পড়ে শোনানোর জন্য অনুরোধ করল। হোজ্জা পড়ার চেষ্টা করে বিফল হয়ে বলল, ‘লেখাটা দুষ্পাঠ্য তাই পড়া যাইতেছে না।’ লোকটা খেপে গিয়ে বলল, ‘একটা সাধারণ চিঠি পড়তে পার না আবার মাথায় পাগড়ি পরছ।’ হোজ্জা তাড়াতাড়ি নিজের পাগড়ি খুলে লোকটার মাথায় পরিয়ে দিয়ে বলল, ‘এই যে এখন তোমার মাথায় পাগড়ি আছে, এবার তুমি দেখ তো চিঠিটা পড়তে পার কি না?’

একদিন বাদশা হোজ্জাকে বললেন, ‘হোজ্জা, কাল থেকে আমি আর আয়নায় নিজের চেহারা দেখব না। আমার চেহারা যে এত বিচ্ছিরি, তা এত দিনে জানলাম।’

জবাবে হোজ্জা বললেন, ‘হুজুর, মাফ করবেন, আয়নায় নিজেকে দেখে বলছেন আপনি দেখতে বিচ্ছিরি। কিন্তু এই এত দিন সবাই আয়না ছাড়াই আপনাকে দেখতে বাধ্য হয়েছে।’

একবার ভোলানাথ শখ করে প্রথমবারের মতো একটি বিখ্যাত রেস্টুরেন্টে খেতে গেছেন। ওয়েটার সামনে খাবার দিয়ে গেলেন। খাওয়াদাওয়া শেষে বেসিনে হাত ধুতে গিয়ে ভোলানাথ হাত ধোয়ার বদলে পুরো বেসিনই ঘষামাজা শুরু করে দিয়েছেন। দেখে ওয়েটার আঁতকে উঠে বললেন, ‘আরে মশাই, আপনি করছেনটা কী? আপনি বেসিন পরিষ্কার করছেন কেন?’ ভোলানাথ রেগে গিয়ে বললেন, ‘আপনারাই তো বোকার মতো বেসিনের ওপর লিখে দিয়েছেন-ওয়াশ বেসিন। তাই তো বেসিন পরিষ্কার করছি। মশাই, আগে পড়াশোনাটা ভালো করে জেনে তারপর এসব নোটিস টাঙাবেন, বুঝলেন?

খেলা দেখতে দেখতে এক দর্শক সরাসরি রেফারিকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য করে বসল। পাশ থেকে রেফারি তা শুনতে পেয়ে একটু দূরে সরে দাঁড়ালেন। কিন্তু সেই দর্শক নাছোড়বান্দা। রেফারির দূরে সরে যাওয়া দেখে এবার বেশ চিৎকার করে রেফারিকে নিয়ে কটূক্তি করতে থাকল সেই দর্শক। রেফারি রেগে অগ্নিশর্মা হয়ে সেই দর্শকের কাছে এসে বললেন, ‘আরে ভাই, আপনি খেলা দেখতে এসেছেন, না মানুষকে বিরক্ত করতে এসেছেন, শুনি? আমি তো ২০ মিনিট ধরে দেখছি আপনি খেলা না দেখে বরং খেলায় গন্ডগোল ঘটাচ্ছেন।’

‘কেন! আমিও তো দেখছি আপনি খেলায় দায়িত্ব পালন না করে ২০ মিনিট ধরে আমার দিকেই তাকিয়ে আছেন। আপনাকে তো রেফারি পদ থেকে বহিষ্কার করা উচিত।’ দর্শকের সোজা জবাব।

দুই বন্ধুর সংলাপ।

: এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে ইন্টারনেটে। এখন তার সঙ্গে সম্পর্ক গভীর করব কীভাবে, বুঝতে পারছি না।

: এক কাজ কর, তার সঙ্গে ভালো কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইটে যাও।

 

সংগ্রহ : মুনা মুনতাহা, বানারীপাড়া, বরিশাল

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর