শিরোনাম
সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

সুমন বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই...

ইচ্ছা হলে হাসুন

► চিতাকে দেখে তার দিকে এগিয়ে গেল সিংহ, জিজ্ঞেস করল-

: বনের রাজা কে?

: কে আবার! আপনি।

বানরকে দেখে একই প্রশ্ন করল সিংহ।

: বনের রাজা কে?

: কে আবার! আপনি।

বনের সব পশুকে এই প্রশ্ন জিজ্ঞেস করে সিংহ একই উত্তর পেল। বাকি ছিল শুধু হাতি। তার কাছে গিয়ে সে জানতে চাইল-

: বনের রাজা কে?

: কোনো উত্তর না দিয়ে হাতি সিংহকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছড়ে ফেলল মাটির ওপরে। সিংহ সংবিৎ ফিরে পাওয়ার আগেই আবারও একই কাজ করল হাতি। দৌড়ে একটু দূরে সরে গিয়ে সিংহ বলল, এত খ্যাপার কী আছে! উত্তর জানো না, তা বললেই পারতে!

 

► কাজের লোক : স্যার, আপনি রাত জেগে কি করেন?

সাহিত্যিক : গল্প-উপন্যাস লিখি।

কাজের লোক : এত কষ্ট করে রাতজেগে লেখার দরকার কী? কয়টা টাকা খরচ করলেইতো বাজার থেকে ওগুলো কিনতে পাওয়া যায়।

 

► শিক্ষক : পল্টু! তুমি চার বিষয়ে ফেল করেছ, আর একটা মাত্র বিষয়ে পাস করেছ? তোমার সমস্যা কী?

পল্টু : আমি বোধ হয় একটা বিষয়ে বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম।

 

► ঘুম থেকে উঠে স্ত্রী বললেন, ‘আজকের সকালটা অনেক সুন্দর!’

পরদিনও একই কথা, ‘চমৎকার একটা সকাল আজ!’

এবং তার পরদিনও, ‘কী সুন্দর সকাল!’

বিরক্ত স্বামী জিজ্ঞেস করলেন, ‘প্রতিদিন তোতাপাখির মতো এই বুলি আওড়ানোর অর্থ কী?’

স্ত্রী বললেন, ‘কেন, মনে নেই সেদিন বলেছিলে, ‘একটা সুন্দর সকালে যেদিকে দুচোখ যায়,

চলে যাব!’

 

► অঙ্কে কত পেয়েছিস?

: একের জন্য ১০০ পাইনি।

: তাই নাকি, নিরানব্বই পেয়েছিস?

: না, ডবল জিরো।

 

► সুমন বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না... সব!’

প্রেমিকা : শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক।

 সংগ্রহ : সোহেল চৌধুরী, সদর, নাটোর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর