সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

► তিন পরিসংখ্যানবিদ একবার গেলেন পাখি শিকার করতে।

প্রথমজন গুলি ছুড়লেন, গুলিটা পাখির ডান দিক দিয়ে চলে গেল।

দ্বিতীয়জন গুলি ছুড়লেন, গুলিটা পাখির বাঁ দিক দিয়ে চলে গেল।

তৃতীয়জন হাসিমুখে বললেন, ‘হুঁ... পরিসংখ্যানের গড় অনুযায়ী, এবার গুলিটা পাখির গায়েই লাগবে!’

 

► নতুন স্বামী-স্ত্রী সিনেমা দেখতে গেছেন। সিনেমা দেখছেন আর গড়গড় করে কথা বলছেন। এক দর্শক বিরক্ত হয়ে বললেন-

দর্শক : আরে ভাই, কী এত কথা বলছেন? কিছুই তো শুনতে পাচ্ছি না।

স্বামী : স্বামী-স্ত্রীর কথা আপনি শুনবেন কেন?

 

► শিক্ষক : বলতো এভারেস্ট কোথায়?

ছাত্র : জানি না।

শিক্ষক : এটাই জানো না! কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালেই সব জানতে পারবে!

ছাত্র : কেন স্যার? কানে ধরে বেঞ্চের উপর দাঁড়ালে এভারেস্ট দেখা যাবে?

 

► স্ত্রী : পুরুষরা বিয়ের আগে নারীদের সঙ্গে যেমন আচরণ করে; তেমনটা যদি বিয়ের পরেও করত, তাহলে অর্ধেক ডিভোর্স হতো না!

আইনজীবী : ম্যাডাম, নারীরা বিয়ের পর পুরুষদের সঙ্গে যে ব্যবহার করে; তা যদি বিয়ের আগে করত, তাহলে অর্ধেক বিয়েই হতো না!

 

► সূর্যের ওপর ক্লাস নেবেন শিক্ষক

শিক্ষক : আগামীকাল সূর্যের ওপর তোমাদের পড়াব। সবাই উপস্থিত থাকবে কিন্তু।

পল্টু : স্যার, আমি থাকতে পারব না!

শিক্ষক : কেন?

পল্টু : স্যার, আপনি তো সূর্যের ওপর ক্লাস নিতে যাচ্ছেন। অত গরম জায়গায় তো সবাই পুড়ে মরবে।

 

► মংপুতে থাকাকালীন রবীন্দ্রনাথ ‘প্রবাসী’ পত্রিকায় মধু বিষয়ক একটি কবিতা লিখেছিলেন। এই কবিতা প্রকাশের কিছুদিন পরে মংপুতে রবীন্দ্রনাথের কাছে একটি পার্সেল আসে। কবি পার্সেল খুলে দেখেন তাতে এক বোতল মধু! পাঠিয়েছেন রবীন্দ্রনাথের এক অচেনা ভক্ত। মধুর বোতল উপহার পেয়ে খুশি হয়ে রবীন্দ্রনাথ লেখিকা মৈত্রেয়ী দেবীকে বলেন, ‘দ্যাখো, মধু নিয়ে কবিতা লিখেছি বলে মধু উপহার পেলাম।’

ঘরভর্তি লোকের সামনে কবিপুত্র রথীন্দ্রনাথ তখন মজা করে বলেন, ‘বাবামশাই, আপনি যদি চাল, ডাল, তেল নিয়ে কবিতা লিখতেন তবে বেশ হতো। ঘরে চাল, ডাল, তেল আসত। তাহলে সংসার খরচ কিছুটা কমত।’

 

সংগ্রহ : নাহার বিশ্বাস, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর