সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

► বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোনায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করল, ‘আরে গাধা ভাই, তুমি অযথা নাচছো কেন?’

গাধা রেগে বলল, ‘এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?’

বাঁদর আবারও প্রশ্ন করল, ‘বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?’

‘আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?’, গাধার উত্তর।

 

► দুই বন্ধুতে কথা হচ্ছে।

প্রথম বন্ধু : আচ্ছা, বিয়ের পর তোরা দুজন কি সুখে আছিস?

দ্বিতীয় বন্ধু : অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্টুরেন্টে খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।

প্রথম বন্ধু : বাহ! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?

দ্বিতীয় বন্ধু : ও যায় বুধবার, আর আমি শনিবার।

 

► নতুন বছর উদযাপন করতে যুক্তরাষ্ট্র বেড়িয়ে ফিরেছেন সরদারজি। ফিরেই তিনি ছুটে গেলেন তাঁর স্ত্রীর কাছে।

সরদারজি : ‘ও গো, শুনছ, আমাকে কি বিদেশিদের মতো দেখায়?’

স্ত্রী : ‘কই, না তো!’

সরদারজি : ‘আমিও তো তা-ই বলি। আজব কারবার, যুক্তরাষ্ট্রে সবাই আমাকে দেখে বলে, আপনি কি বিদেশি?’

 

► মন খারাপ কেন তোমার?

: পাঁচ শ ডলার ভাঙাতে চাই।

: ভাঙাও! কঠিন কোনো ব্যাপার তো নয়।

: কিন্তু আমার কাছে পাঁচ শ ডলার যে নেই!

 

►শিক্ষক : তোমাকে না বলেছি এ কবিতাটা দশবার লিখে আনতে, তুমি মাত্র তিনবার লিখে এনেছ।

ছাত্র : স্যার তিনবার লিখেছি কালো কালিতে আর সাতবার লিখেছি অদৃশ্য কালিতে।

 

► সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক।

সাংবাদিক : আজকে আপনাদের পরিকল্পনা কী?

অধিনায়ক : যে করেই হোক, বিপক্ষ দলকে আজ আমরা ১০০ রান করতে দেব না।

সাংবাদিক : এত নিশ্চিত হচ্ছেন কী করে?

অধিনায়ক : কারণ, আমরা আজকে আগে ব্যাট করব এবং ১০০ রানের নিচে অলআউট হয়ে যাব।

 সংগ্রহ : সানজানা শিউলি, গাংনী মেহেরপুর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর