সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

► জুয়েল হোটেলে বসে ভাত খাচ্ছেন।

ওয়েটার : একি! স্যার, আপনি শুধু ভাত খাচ্ছেন! আপনাকে তরকারি এনে দেব?

জুয়েল : জানেন না, আমি গণিতের শিক্ষক? আমি এখানে বসে অঙ্ক করছি, বিরক্ত করবেন না।

ওয়েটার : কী অঙ্ক, স্যার?

জুয়েল : ধরি, ভাতের সঙ্গে ডাল রয়েছে!

 

► আপনি এত রাতে অন্য লোকের বাড়িতে ঢুকেছিলেন কেন?

: ভেবেছিলাম ওটা আমার বাড়ি।

: তাহলে সে বাড়ির মহিলাকে দেখে আবার ছুটে বেরিয়ে এসেছিলেন কেন?

: ভেবেছিলাম সে আমার স্ত্রী।

 

► জ্যোতিষী : আপনি নিশ্চিত ১০০ বছর বাঁচবেন।

ভদ্রলোক : যদি এর আগে মরে যাই?

জ্যোতিষী : তাহলে মূল্য ফেরত নিয়ে আমায় জুতোপেটা করবেন!

 

► তিন বন্ধু ঘুম থেকে উঠে একজন আরেকজনকে স্বপ্নের কথা বর্ণনা করছে।

প্রথম বন্ধু : জানিস আমি স্বপ্নে দেখলাম মরুভূমির সব বালি সোনা হয়ে গেছে আর আমি সেগুলোর মালিক হয়ে গেছি।

দ্বিতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম আকাশের সব তারা স্বর্ণমুদ্রা হয়ে গেছে আর আমি তার মালিক হয়ে গেছি।

তৃতীয় বন্ধু : আমি স্বপ্নে দেখলাম এত কিছু পেয়ে তোরা খুশিতে হার্টফেল করেছিস আর মরবার আগে আমাকে তোদের সব সম্পদ উইল করে দিয়ে গেছিস।

 

► পার্কে বসে আছেন স্বামী-স্ত্রী। গাছের আড়াল থেকে ভেসে এলো প্রেমিক-প্রেমিকার কণ্ঠস্বর। প্রথমে মৃদু, তারপর জোরে-গাঢ়, আবেগময় আলাপ। স্বামীকে স্ত্রী বললেন, দ্যাখো, ওরা যেভাবে আলাপ করছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে ছেলেটা বিয়ের প্রস্তাব করে বসবে। তুমি একটু কেশে সাবধান করে দাও।

: আমার বয়ে গেছে। খিঁচিয়ে উঠলেন স্বামী, তোমার কাছে যখন প্রস্তাব করেছিলাম, তখন আমাকে কেশে কি কেউ সাবধান করেছিল?

 

► একটা চোর আমার রান্নাঘরে ঢুকে গিন্নির রান্না করা সব খাবার খাচ্ছে...

: জলদি থানায় ফোন কর।

: আমি হসপিটালে ফোন করেছি।

 

► চিৎকার করে এলবিডব্লিউর আবেদন করল বোলার, ‘হাউস দ্যাট!’

এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’

ব্যাটসম্যান : হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব।

আম্পায়ার : রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। তুমি আউট।

 

সংগ্রহ : শাহরিয়ার কবির, দুর্গাপুর, নেত্রকোনা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর