সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইচ্ছা হলে হাসুন

ইচ্ছা হলে হাসুন

দুই ব্যাটসম্যান একজন আরেকজনকে চিরপ্রতিদ্বন্দ্বী মনে করে। দুজনেরই ভিতরেই সবসময় চাপা রেষারেষি কাজ করে। একদিন তারা পাশাপাশি হাঁটতে হাঁটতে কথা বলছিল। কথায় কথায় একজন বলল, স্থানীয় এক ক্লাব আমাকে একটা অন্যরকম প্রস্তাব দিয়েছে। তারা চায় আমি তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবে জয়েন করে খারাপ খেলে তাদের যেন জিতিয়ে দেই। এজন্য তারা আমাকে বিরাট অঙ্কের টাকা অফার করেছে। কিন্তু বুঝতে পারছি না, কাজটা ঠিক হবে কিনা! দ্বিতীয়জন বলল, এত চিন্তা করার কী আছে, তুমি তো বিনা পয়সাতেই এই কাজটা বরাবরের মতো করে আসছ!

ছেলে : আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও না, বাবা।

বাবা : দিতে পারি, তবে এক শর্তে।

ছেলে : কী শর্ত।

বাবা : তোমাকে কথা দিতে হবে যে তুমি হারমোনিয়াম নিয়ে আমাকে কোনো রকম বিরক্ত করতে পারবে না।

ছেলে : একদম বিরক্ত করব না, বাবা। সারা দিন আমি বাজাবই না। তুমি ঘুমিয়ে গেলেই আমি হারমোনিয়াম বাজাব।

এক ভদ্রলোক তার খাটের নিচে একটি চোরকে লুকিয়ে থাকতে দেখে অবাক হলেন। চোরটিকে ধরতেই সে কেঁদে বলল, আমি চুরি করতে আসিনি। বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে এসে এখানে লুকিয়েছি।

: বন্ধুরা কই?

: পাশের বাড়িতে ডাকাতি করছে।

এক ছাত্র বাসে সিট থাকতেও দাঁড়িয়ে আছে-

বাস কন্ডাক্টর : কী ভাই, বসুন না, খামাখা দাঁড়িয়ে আছেন ক্যান?

ছাত্র : না ভাই, আমার বসার সময় নেই, আমাকে ২০ মিনিটের মধ্যে কলেজে যেতে হবে।

শিক্ষক ছাত্রের খাতা দেখে মন্তব্য লিখেছেন, ‘হাতের লেখা ভালো করতে হবে।’

ছাত্র : স্যার, আপনি কী লিখেছেন পড়তে পারছি না।

বিখ্যাত মঞ্চাভিনেতা হেনরি আরভিং একবার মার্ক টোয়েনকে একটা গল্প বলছিলেন। গল্পের ভূমিকাটা বলেই আরভিং মার্ক টোয়েনের কাছে জানতে চাইলেন, গল্পটা আপনি আগে শোনেননি তো?

: না, শুনিনি।

গল্পের মাঝামাঝি গিয়ে আরভিং আবার বললেন, গল্পটা আপনি আগে শোনেননি তো?

মার্ক টোয়েন এবারও জানালেন, তিনি শোনেননি।

গল্পের শেষ দিকে গিয়ে আরভিং আবার একই প্রশ্ন করলে মার্ক টোয়েন রেগে গিয়ে বললেন, দেখুন, আমি একবার মিথ্যে বলতে পারি, ভদ্রতা করে দুবারও বলতে পারি, কিন্তু তিনবার পারি না। গল্পটা আমারই।

সংগ্রহ : শায়লা আক্তার, সালথা, ফরিদপুর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর