শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

সময়ের চিঠি

আহমদ আজিজ

বিস্তৃতির মতো ভুলে যাও সব, সব ভুলে যাও;

জীবনের পাদপীঠে ম্লান সন্ধ্যা নেমে এসেছিল

কবে- ভুলে যাও; একে-একে ছিঁড়ে ফেল

দুর্বল বন্ধন; ভস্মীভূত করো সন্ধিপত্র আদর্্রচিহ্ন;

এখন সম্মুখ-দিন

কেবলই আগুয়ান।

পায়ে কাদা লেগেছিল কবে ভুলে যাও

চোখে পানি এসেছিল কবে ভুলে যাও-

আগুনের কুণ্ডলী এখন গাছে গাছে,

দিকে-দিকে লেলিহান শিখা, দাবদাহ।

এখন সময় সমুস্থিত

আগুনে লাফিয়ে পড়বার।

শুধু মনে রেখো মুক্তিযুদ্ধ আর প্রিয় স্বাধীনতা।

সর্বশেষ খবর