শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মা

শবনম মুশতারী

ছোট্ট একটি ধ্বনি, অথচ কী ব্যাপ্তি তার!

কী আশ্চর্য গভীর ব্যঞ্জনা...

বুকের কোন গহীন থেকে, সে ধ্বনি উঠে আসে-

অস্ফুট ঠোঁটের আগল খুলে, নিমেষে মিশে যায়,

ব্যাকুল বাতাসের অনন্ত বহমানতায়।...

পৃথিবীর পরতে পরতে বিছানো,

হারানো মায়ের-

বিধূর স্মৃতির অাঁচলে আচ্ছাদিত সংখ্যাতীত সন্তানের একজন আমি-

বুক ভরে নিই সে বাতাসে মেশানো

আমার মায়ের নিঃশ্বাসের পবিত্র সুবাস...।

সর্বশেষ খবর