শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
বই পরিচিতি

ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র

সালাহ্উদ্দীন আহমদ

ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র

উনিশ শতক থেকে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনা ও ভাবসংঘাতের পরিচয় তুলে ধরা হয়েছে 'ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র' বইতে। বস্তুতপক্ষে, গোড়া থেকেই বাঙালি মুসলমান-সমাজে রক্ষণশীলতার পাশাপাশি আত্দানুসন্ধান ও আত্দাবিষ্কারের একটি প্রয়াস চালু ছিল। পাশ্চাত্য শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের প্রভাব যাকে নতুন নতুন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড় করিয়েছে, পৌঁছে দিয়েছে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ভিন্নতর উপলব্ধি। এই সচেতনতার পথ বেয়ে ইতিহাসের অনেক চড়াই-উৎরাই ও বাঁক পেরিয়ে প্রতিষ্ঠা পেয়েছে আজকের বাংলাদেশ। সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ রচিত বর্তমান গ্রন্থে মোট ২০টি প্রবন্ধ স্থান পেয়েছে। তার মধ্যে 'বাঙালি জাতীয়তাবাদের উৎসভূমি', 'বাঙালি মুসলিম সমাজ ও রাষ্ট্রচিন্তা', 'বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন : ঐতিহাসিক পটভূমি' উল্লেখযোগ্য। ৩৪৪ পৃষ্ঠার অসাধারণ এই বইটি ইতিহাসের আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। মূল্য ৫৫০ টাকা।

সূত্র : প্রথমা প্রকাশন, ঢাকা

 

 

সর্বশেষ খবর