শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভুর্জপত্র

আলমগীর রেজা চৌধুরী

ভুর্জপত্রে দূরগামী বার্তায় দৈবজ্ঞ নেই।

অন্ধের পথচলা; সীমারেখা ধরে পরিক্রমণ

ঘূর্ণায়মান সেই বর্ণমালার সাংকেতিক চিহ্নে

কত মহাজন মগজ বিলিয়ে দিয়ে

বলে, তুমি যেখানে দাঁড়িয়ে, আমি তোমার জন্য...

তোমার জন্য বহন করছি মগজ, ঘৃণা, লিপসা।

নৃশংস যুদ্ধপ্রান্তর

রক্ত, খুলি, ফসিল, জেনেটিক কোষ।

টলটলায়মান জীবন,

শুধু নাকফুল হারানোর গল্প ভুলে গেছি।

দ্রাবিড় সম্ভূত জনপদজুড়ে অশ্বখুর কদমতালে দৌড়ে যায়

তাম্রলিপিতে যা লেখা, তা জ্ঞান

পৃথিবীর রৌদ্রছায়ায় বিছিয়ে রাখি

আমি ও আমার মত কত কত জন।

 

সর্বশেষ খবর