শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হেমন্তের পাতা

সোহরাব পাশা

স্বপ্নের কার্নিশে অন্ধ দাঁড়কাক ময়লা দুপুর

কালো ফড়িং সন্ধ্যাগুলো উড়ে যায় পুরোনো হাওয়ায়

রাত্রির সঞ্চয়পত্র হাতে জানালায় ঝুঁকে পড়ে

ফের শীতগ্রস্ত রুগ্নভোর

হেমন্তের পাতা খোলে ফিকে লাল ধান

ছুটে আসে নিদ্রাচ্ছন্ন লোকালয়, বিষণ্ণ আঙুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর