শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেকড়ে উৎসহীন নদী

রাহমান ওয়াহিদ

শব্দের বুনটে যে স্বপ্নজাল ছড়িয়েছ নিমগ্ন আকাশে

তাকে যদি কবিতা বল, তাহলে যে কোন নারীই কবিতা।

তুমি শিল্পিত কথার কাব্যে ঠোঁট রেখে

অমিত রহস্যের সূতো ছিঁড়ে ছিঁড়ে স্ফুরিত করতে চেয়েছ

শব্দ ও শরীরের অন্তরিত কারুকাজ।

 

অথচ দৃশ্যত দেখা গেল-ছিন্ন ভিন্ন সূতোয়

আশ্চর্য গেঁথে ফেলেছো জলকণা মেঘের চাদর, আর

শেকড়ের অতলান্তে গিয়ে তুলে এনেছো এক উৎসহীন নদী।

বুননের এমত অজস্র ভুলে, শব্দ ও অশব্দের ডামাডোলে

তুমি এখন কেবলি এক অনতিক্রান্ত কবিতার শব্দময় নারী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর