শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভাঁজপত্র

তুষার কবির

হেমন্তের ধুলিমেঘ- দ্যাখো তোমার কাছেই যেতে চাইছি; অথচ কিছুতেই আর পেরোতে পারছি না এই মেঠোপথ, পাতাঝরা ঠাণ্ডা ডেরা, ঘোরলাগা দীঘি! পুরনো পিয়ন এসে তোমার দু’মুঠো ভরে দিয়ে যাচ্ছে শুধু ভাঁটফুল চিঠি!

চিঠির ভেতর দ্যাখো আজ আর কিছুই লুকোনো নেই- তাতে উঠে আসে একে একে ডাহুকীর ডালভাঙা স্বর, কোরকের ওম, জলের মুদ্রণ আর অসমাপ্ত কবিতা কোরক!

ভ্রামণিক ভাঁটফুল- তোমাকে ছুঁতে না ছুঁতেই কেন জেগে ওঠে ভেতর ভেতর এই গহিন তিয়াসা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর