শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

কবিরাজের জ্বর

টোকন ঠাকুর

কবিরাজের জ্বর, ওষুধ কোথায় মেলে?

কবিতা, আমাকে তুমি ফেলে, কোথায় গেলে, কদ্দূর?

তুমি চলে গেছ, সেই থেকে মন খুব ভাঙচুর-ভাঙচুর

সবাই আমাকে দেখে মুখ টিপে হাসে, একটু-আধটু কাশে

ফিসফাস করে, ‘এই লোক বউ পুষতে পারে না, বউকে অবহেলা করে

ঘরে বউকে রেখে সে মনে মনে বউহীন দিন ভালোবাসে

বউ কি এটা সহ্য করে? তাই এর বউ ভেগে গেছে, কোনো এক ভোরে’

 

ঘুম ভাঙে দেরিতে, উঠেই দেখি, আমি একা, বিছানায় বালিশ আছে, বউ নেই

বউ তো আমার কবিতা, আমি হচ্ছি কবিরাজ, কবিতার বর

তারপর থেকেই ধরো একটানা জ্বর

জ্বর আর যাচ্ছেই না, তাই বলছিলাম, ওষুধ কোথায় মেলে?

 

ফাঁকা মাঠের কোনায় সন্ধেবেলা, কবিরাজকে সিল্যুটে বসিয়ে রেখে

অ্যানাটিবায়োটিকের চেয়েও বেশি মারাত্নক, কবিতা, ওগো বউ

কোন দেশে, কোন তরুণ কবির কাছে গেলে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর