শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অপর কালের কেউ

আশরাফ আহমদ

গতির চক্রে পড়ে ওষ্ঠাগত প্রাণ,

হাঁসফাঁস করে স্বপ্ন।

হাওয়ার অভাব কিংবা অভাবের হাওয়া

গলা টিপে ধরছে।

আমার দৈত্যের প্রাণ বাঁচার বাতাস নিতে

কৃত্রিম শ্বাসযন্ত্র খোঁজে।

এই অজানা অপরজন

অবাসযোগ্য ঘরে, বাইরে

সর্বত্র, সবখানে মহাসংকোচিত হয়ে

নামমাত্র বাঁচার চেয়ে অবমুক্তি চায়।

ভ্রমে, বিভ্রমে অপরিণামদর্শী

এই বায়বীয় স্বপ্ন বিলাসে

সেই যে এসে পড়া,

সেই যে চাঁদে পাওয়া ঘোরে

আক্রান্ত মাতাল কাল শুষে নিচ্ছে

নিংড়ে নিচ্ছে প্রাণরস ফোঁটাফোঁটা!

একে আর পরাভূত করা

কোনো কাজই নয়,

এর সর্বশান্তিতে কারো

বিজয়ের পতাকা উড়বে না।

অতিক্রান্ত কালের প্রহরী ভুলে

কলের সাম্রাজ্যে একা ঢুকে পড়ে

হারিয়ে ফতুর।

এ কারো শত্রু নয়, অনাহূত।

একে ছেড়ে দিলে কারো ক্ষতি নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর