শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বারুদে কষ্টের গন্ধ

ফখরুল করিম

কষ্টের অথৈ সাগরের লোনা জলে হাবুডুবু খাচ্ছে

বাবাহারা এক সন্তান, এই কষ্টকে কি কষ্ট বলবে?

আমি বলব, দুঃখের রেখায় ছুটে চলা এক বারুদ!

কষ্টগুলো এলোমেলো করে দেয় জীবনের বাস্তবতাকে

ঢেউয়ের ওঠানামায় মানব সভ্যতার চিরন্তন সত্যকে

মেনে নিতে কষ্টগুলোকে আগলে রাখি বুকের পাঁজরে

যেখান থেকে প্রতিনিয়ত জন্ম হচ্ছে শত সহস্র বীরুৎ!

জীবনে-প্রতিবন্ধী সময়ের মেপে মেপে এগোনোর পালায়

সবুজের সমারোহ আর প্রকৃতির হেঁয়ালি মনের আপন ভাবনায়

জীবন চলছে জীবনের প্রয়োজনে, সব শূন্যতায় তুমি আছ স্বমহিমায়

ভুল আর পালানোর সব দরজায় তুমি এসে কড়া নেড়ে কর বাৎচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর