শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অরুণ সেনের অপ্রকাশিত কবিতা শহীদ মিনার

অরুণ সেনের অপ্রকাশিত কবিতা শহীদ মিনার

কবি অরুণ সেন জন্ম ৩০ জুলাই ১৯৫৮—মৃত্যু ২৬ মার্চ ২০১৬। কবি, ছড়াকার ও লিটলম্যাগ ‘ঋতপত্র’র সম্পাদক। প্রকাশিত গ্রন্থ ১০টি।

এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে একটি শহীদ মিনার

তার থেকে সুর ভেসে আসে কানে মানব-হূদয়-বীণার

 

স্বাধীনতা আর ইতিহাসে আছে একুশে হাড়ের শক্তি

জগত-সভায় কী-উঁচুতে তাই মায়ের ভাষাতে ভক্তি

 

ঝর্ঝরে ঝরে প্রেমের বৃষ্টি ভিতরে কোথাও দূরে

একই সাথে চলে অদেখা বাঁশিটা মিষ্টি করুণ সুরে

 

যত বাধা তত দম দিতে থাকে অমর একুশ-সমর

একুশ বৃক্ষে পুষ্প-পরাগ চেতনা-চরণে ঝমর

 

কোথা থেকে সেই মুক্তি চেতনা পেয়েছে সঠিক ইন্ধন

পৃথিবীর বুকে কে আছে যে আজ মিনারকে করে নিন্দন

 

সব সাহসের এটাই আধার অদ্বয় বীরচিহ্ন

এক জাতি এক প্রাণ-প্রেরণায় কে কাকে করবে ভিন্ন!

 

স্মৃতিঘর থেকে প্রীতি জাগানিয়া একুশ শহীদ মিনার

ত্যাগের মহিমা এমন বিশাল সীমা নেই কোনো সীমার

সর্বশেষ খবর