শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ও আমার প্রিয় স্বাধীনতা

ও আমার প্রিয় স্বাধীনতা, আজ—

দয়া করে এই দীনের কথাটা শোনো!

বলি—

শোনো কি তোমার সুন্দর গাঁয়ে আড়ালের হাহাকার

অপমান দেখে বিশ্বাস আর দেয় না যে আশ্বাস

তোমার প্রসাদ কারা পেল আর না-পেয়ে হতাশ কারা

চেয়ে দ্যাখো, চেয়ে দ্যাখো—

কীভাবে হচ্ছে মূক প্রতীক্ষা অবশেষে এই গুপ্ত দীর্ঘশ্বাস

স্বপ্ন ছোঁয়ার স্বাদ পাবে বলে তোমার চেতনা

অনেকের মত ওদেরও তো ছিল আবেগের প্রতিনিধি

তারা কেন আজ নেই হয় দিন দিন

সব হারানোর বেদনার জোরে নেতা হয়ে গেল ভয়

 

চেয়ে দ্যাখো চেয়ে দ্যাখো

তোমার সীমার মধ্যে কীভাবে ভয়ের হাতেই সাহস হচ্ছে খুন

প্রকাশিত দিনে কাদের উঠোনে কলঙ্কনিশি নামে

রাত্রে কাদের মেঝে ভিজে যায় চাপা কান্নার ঘামে

বিবেক খুনের কারণে সহজে বিবেক কী জেগে ওঠে

তুমি আছো তবু কারা দ্যাখো ভাই আমার তোমাকে লোটে

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর