শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুঃখ

শেখ আতাউর রহমান

দুঃখই দিও গো মা

দুঃখ নিয়েই যেন আজীবন বাঁচি

দুঃখেই কৃষ্টি দুঃখেই দৃষ্টি, দুঃখেরই আছে ত্রিনয়ন।

এ-দুঃখের ত্রিনয়ন ছাড়া আমি যে অচল!

দুঃখই কবিতা আর কবিতা যে গান

আমি জানি ঈশ্বরও স্রষ্টা— ভালোবাসেন সৃষ্টিকে

হয়তো আমার এ-দুঃখেই হয়ে যেতে পারে মহৎ কোনো সৃষ্টি—

আনন্দ আবেগে চোখে এসে যেতে পারে জল

তখন কাঁদবেন আমার অর্ন্তযামী, কাঁদবেন অবিরল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর