শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

চন্দ্রমুখী দুপুরের মায়া

ফারহানা ইলিয়াস তুলি
[কবি শহীদ কাদরীকে]

দুপুরের নদীর সঙ্গে বিনিময় করি কবিতার আলোকথা।

দেখি, অপর প্রান্ত থেকে উঁকি দিচ্ছে বনজ চরাচর। পংক্তির

প্রবল স্রোতে ভেসে আসা আমাদের নিবাস হেসে উঠছে,

জানাতে প্রণয়—এই মধ্য ম্যানহাটান লিখে রাখছে অগণিত

কবিদের নাম।

 

‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’—বলে যে পুরুষ এর আগে

মিড টাউন পাবলিক লাইব্রেরির সামনে রেখেছিলেন পদছাপ,

তাঁর ঋজু ছায়া অনুসরণ করছে আমাকে।

আর আমি আরো কয়েকটি কলম কিনব বলে হাঁটছি খুব

দ্রুত, আগস্টের এই দুপুরে, মেঘের অর্ধ সমান্তরালে।

সর্বশেষ খবর