শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

আগ্রাসন

আমিনুল ইসলাম

দ্যাখো— ঈগল কেমন তার নখরপ্রযত্নে টানে

আকাশের নীল! তাহলে যে বলাকারা!

হংসমিথুন আর মেলোডি ডুয়েট?

উপরে তাকানো মানা। তাই যদি হয়—

কবিরা কোথায় পাবে আরাধ্য উপমা? 

মৌসুমে কি বৃষ্টি হবে? নাকি ওই পাখার আঘাতে

ছিঁড়ে যাবে মৌসুমের ছয়রঙা ব্যাকরণ!

কুরলের চঞ্চু হতে নেমে এলে

ফোঁটা ফোঁটা লালসার লালা—

কে বাঁচাবে নৃত্যপ্রিয় বেনেবউয়ের অভয়-অরণ্য

কিংবা পাবদা-চাপিলা-পুঁটির রূপালি শহর?

 

দ্যাখো—বেগ বাড়ে সর্বগ্রাসী বাণিজ্যবায়ুর

আর এসকল প্রশ্ন বাজে

রূপশালী ধানের ডগায়—বটপাতার হাসিমাখা রূপকথার মাঠে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর