শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

পান্তাভাতের হাঁড়ি

ইমরোজ সোহেল

এসো পার হই সাঁকো

দক্ষিণ হাত আমার হাতেই রাখো

অন্যটি দিয়ে না হয় ধরোই লগি

পার হয়ে যাও প্রেম দিয়ে আঁকা নদী

 

ওপারাতে আছে চকচকে এক বগি

তরতর করে উঠে যাও তুমি যদি

সেখানেই পাবে পান্তাভাতের হাঁড়ি

এক ঢোক খেয়ে চলে যাবে তুমি বাড়ি!

 

বাঁকি যতটুকু আছে থাক, থাক

আমার মধ্যে বসে আছে একঝাঁক

শালিখের মরা শিশু

আর আছে প্রাণহীন এক জিশু!

 

আছে টোকাই, লখাই, অন্ধ হাভাতে মাছি

ডেকেছি তাদের পাতে

হাড়গোড় আর কংকাল খাবো

দিনশেষে একসাথে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর