শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

ব্যবস্থাপত্র

শামীম হোসেন

আসুন একটা ঘোরের ভেতর ঢুকে পড়ি।

তালগাছের বাগানে যে যার মতো চোখ বেঁধে

ছড়িয়ে পড়ি— আমরা কেউ কাউকে খুঁজবো না।

 

ধরুন, আপনার সামনের পথ ধুলোয় ধূসরিত

অবারিত সবুজে ঢাকা চারপাশ, পা ফেলুন।

ধুলোয় ঢাকুক পায়ের পাতা, হাতের তালু—

ছুঁয়ে নিক কচিধান—বিঁধে যাক বাবলার কাঁটা।

 

আসুন একটা ঘোরের ভেতর ঢুকে পড়ি।

 

আমরা প্রতিদিন ঘরে ঢুকি, ঘোরে ঢুকি না

আমাদের শ্বাসের ভেতর লুকিয়েছে সীসা

চোখের ছানিতে কতদিন সবুজ ধরে না

মাপাপথ রোজ হাঁটে পা। আজ হাঁটুন...

 

সপ্তাহে একদিন ঘরে নয়, ঘোরে ঢুকে পড়ুন

সর্বশেষ খবর