শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ডায়েরি থেকে

আলতাফ হোসেন

ইউটিউব থেকে অনেক অনেক ভিডিও দেখার অপেক্ষায়।

অনেক অনেক হিটলার। বেশ অনেক ইয়াসিজুরো ওজু।

বিবর্তনের প্লেনগুলো। হলোকস্ট। নতুন, না-দেখা ঋতুপর্ণ।

আদৌ আছে? তবে পরেরও কি কেউ নেই? অত খুঁজবে কে?

ওজুর টোকিও স্টোরির মেয়ে, আহা! ওর জন্য অপেক্ষা করব না?

আনে ফ্রাঙ্ককে নিয়ে আরও অনেক দিন যাবে।

মৃত্যুও অপেক্ষায়।

 

ছিল পোলোগ্রাউন্ড, আর কিছু টিলা। উঠবার, গড়াবার।

বঙ্গোপসাগর দিয়ে শ্রীলঙ্কার দিকে অ্যারোন্ডা জাহাজ।

বিস্বাদ বিলিতি ডিশ নিয়ে

সর্দিভরা নাক-টানতে-থাকা ফিরিঙ্গি বাটলার।

নাক টানছি বসে।

না পড়া, না পায়চারি।

কোত্থেকে কী হবে। খুঁজছি আরও কোনো ভাবনা

যদি...না না,

আরশোলাকে। অন্ধকারেই

শ্যামলকান্তি দাশের বড়ো একটি ‘না’ তাকিয়ে

আসছি, আসছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর