শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পলাশীর চাঁদ

সাখাওয়াত টিপু

এই যে দোয়েল ঘুরছে তোমার চারপাশে

চাপা বটগাছ, গোপনে ডানার এবাকাসে

তুমি রেখে দাও, শেকড়ের মৃত শব্দাবলী

যেন পাতা পতনের মতো, ভবিষ্যৎ নাই

 

এই তো কলির কলে খালি শিস দিয়ে যায়

তোমাকে ডাকলে কেউ, পাড়কাটা ঠোঁটে

ভাঙা বাঁশিটির কথা আজ খুব মনে পড়ে

যার কোনো শব্দ নাই আছে শুধু হাহুতাশ

 

দোয়েলের বেদনা তোমার, লাল ঘাস ফুল

যেন গত জন্মের জীবন বহুদূরে ঠেলে রাখে

বল রোশনাই কোন ডাকে কোন পাতা টলে

ডাকি বট, ডাকি পলাশীর পর চাঁদ চমকালে

 

কতটা পুরনো হলে তুমি লক্ষ্মীপেঁচার মতন

পুরাণের বুক ফেটে বেজে ওঠো, ওহ প্রেম!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর