শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রশ্ন করো ছায়াদের যারা বলে অবিরত

আলী রীয়াজ

আত্মাকে বন্ধক দিয়ে পরের সিন্দুকে, নিজেকে স্বাধীন ভাবি,

উচ্চকণ্ঠে উচ্চারিত মিথ্যাকে সত্য জানি;

তারও চেয়ে বেশি বুঝি সত্য নেই এই বন্ধ্যা সময়ে।

কিসের গর্ব আর কিসের গরিমা?

দাসত্বের শৃঙ্খল কি শুধু পদপ্রান্তে?

মস্তিষ্কে, শিরায়, কোষে শুধু আছে প্রশ্নহীন সমর্পনের আকুল আকুতি।

‘তাকাও নিজের দিকে, বুক থেকে ঝেড়ে ফেলো ঘৃণার বসতি’

এই বাক্য কে কাকে শোনাবে?

 

একদিন সবকিছু ফিরে আসে,

ফিরে আসে আজ যাকে রেখেছো মাটিতে,

তোমার নিশ্বাসের বিষ কত দূরে যাবে?

বাতাসে বাতাসে তারা তোমার কাছেই থাকে।

স্তোত্র নয়, ইতিহাস তোমাকে দেখাবে পথ;

তোমার আত্মার দায় তোমার নিজের।

 

যে পাখিরা কথা বলে আমার ভাষায়

তারা আর পাখি নেই,

আকাশে মেলে না ডানা;

তাদের কাছেও আছে

আমাদের শেখার অনেক।

ইকারুসও উড়েছিলো অনেক উঁচুতে;

মনে রেখো ইকারুসও উড়েছিলো অনেক উঁচুতে;

মেফিস্টোফেলিস শুধু পুরাণেই নেই;

আমরাই আমাদের ফাউস্টের ছায়া।

নিজেকে প্রশ্ন করো, প্রশ্ন করো ছায়াদের যারা বলে অবিরত।

সর্বশেষ খবর