শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আফসোস

শতাব্দী জাহিদ

কতদিন দেহি না তোরে, কতদিন্ন

নাগরিক সন্ধ্যায় আসমান আঁন্ধার অবার খ্যানে

বিজুলির আলোর খ্যামটার তালে তালে—

পুরোনো ব্যালকোনির শ্যাওলা শইলে তোর ওড়না কি দোলে?

এহনো কি তুই ঘাড়ের চুল উল্টাইয়া বেণী কাটোস;

রেলের জংশনের লাহান এইকেবাইকা।

বেহায়া প্রজাপতির ঝাঁক এহনো দল বাইন্ধা

তোর শইলে গন্ধ জ্বলে, মধুসঙ্গমে মাতে।

সদরঘাটের ব্যস্ত কানাগলিতে তুই কি এহনো

ওড়না ধইরা হাঁটোস, খানিক বাদে বাদে।

 

আমার ঈর্ষা এহনো,

তোর ডাঙর হওয়ার গল্প—হেই কতা নদী ও ঝাউবন জানে।

আমার ঈর্ষা এহনো,

তোর পায়ের পাতা লগে কইরা যে পথ গেল গা পুরোনো পথের ঘাটে।

আমার ঈর্ষা পুবের জানালার খিলের জংপড়া শব্দে।

তোর হাতের ছোঁয়ায় মেঘের আফিম নেশায় মশগুল ছিল—

যে দিনে ও রাইতে।

 

হায়রে পোড়া নসিব আমার কতদিন দেহি না তোরে, কতদিনন..

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর