শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অভিসম্পাত

অঞ্জনা সাহা

বিষাদমাখা বিন্দু বিন্দু নীল শিশিরের

অঝোর ধারায় কেন আমাকেই

ভিজতে হবে প্রতিদিন?

অসম্ভবের পায়ে আমিই তো

অবিরাম মাথা কুটে মরি।

অযথাই কেন তুমি সন্দেহের সঙ্গোপন বীজ

বুনে দাও আমারই যত্নে গড়া নিভৃত বাগানে?

 

মূলত এই দোষ কার—

আঁধারলিপ্ত রাতের, না আমার?

আমি মোক্ষলাভের আশায়

নিরন্তর একলব্য-সাধনায়

নিজেকে আড়াল করে রাখি

তুমি জানো না পাবক, আমি জানি

অর্থমূল্যে কেনা যায় না কারও দীর্ঘশ্বাস!

 

প্রাকৃতিক প্রতিশোধের লোলজিহ্বা একদিন

তোমারই বক্ষে বাজাবে সর্বনাশের বাঁশি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর