শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বর্ষা বিভাবরী

আলফ্রেড খোকন

বর্ষা আমার কাঁধে ছিল

তাই পাইনি টের

বর্ষা যেদিন চোখের পাতায়

ভেজা ক্লাস অষ্টমশ্রেণি

তাকিয়ে দেখি ফের;

 

বর্ষা তখন কাদাজল মাখামাখি

                 কী যে!

কাঁধের বর্ষা বৃষ্টি নিয়ে

নিজেই যাচ্ছে ভিজে

 

বর্ষা এখন শহরে যাচ্ছে একা

তার সঙ্গে হঠাৎ একদিন

       মেঘের হবে দেখা!

ছোট বর্ষা আমার এখনো কাঁধে

বড় বর্ষা কাঁধের উপর বৃষ্টি নিয়ে

     নিজেই ভিজছে ছাদে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর