শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পদ্যবীজ

ফারুক মাহমুদ

১.

কয়েক মুহূর্ত মাত্র। এর কিছু আগে পরে হলে

কখনও হতো না দেখা তোমার-আমার

 

তোমার বন্ধুর বাড়ি। বেরুচ্ছিলে একা

আমার বন্ধুর বন্ধু। আমাদের ফেরার সময়

 

দৈববশে কী যে এক দেখা হয়েছিল

 

সেই দেখা এখনও তো প্রবাহিত আছে

 

এত কাছে, এত দূরে, দূরে-দূরে, এত-এত কাছে

 

২.

সময়ের অপচয় মাত্র

লাভ-ক্ষতি গুনে

ছাই করো। আলো করো। মন্দ কিছু নয়

আনন্দে জড়িয়ে থাকি সীমাহীন তোমার আগুনে

সর্বশেষ খবর