শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভালোবাসা চাই

আরিফ মঈনুদ্দীন

তোমার দীর্ঘ আয়নায় যার প্রতিবিম্ব দেখে তুমি মুগ্ধ

সে আজ অন্য মানুষ

অন্য একজনের গোপন আঙিনায় শাড়ি বদলায়, চুড়ি খোলে

নিঃশব্দে সরস পাঠ কণ্ঠে তুলে প্রকৃতি প্রদত্ত অমৃতের স্বাদ নেয়

আমি তখন হয়তো কেবলি কেবলি বলে

সৃষ্টিকর্তার গুণপনায় মুগ্ধ হই— বেঁচে তো আছি, আর বেশি কী!

বেঁচে থাকাই কি সব?

 

একদিন ভালোবাসা— তারপর মৃত্যু, সেও তো উত্তম— এই ভেবে

যখনি স্বর্গের সিঁড়িতে পা দিই— যে স্বর্গের আয়নায় তোমারও প্রতিবিম্ব আছে,

ভালোলাগায় ভরে যায় এ মন শুধু না— আমার পুরোটা পৃথিবী

 

যেচে বেছে দেখলাম—

ভালোবাসা চাই, এর থেকে উত্তম কিছু আর নাই।

সর্বশেষ খবর