শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
কবিতা

ক্ষমা চাইতে এসেছি

পান্না কায়সার

পিতা-আজকে এ শোকের দিনে

তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি

আমরা ঋণী তোমার কাছে পিতা

তুমি জন্মেছো বলেই

একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি

পেয়েছি লাল সবুজ পতাকা, সংবিধান, গণতন্ত্র

তোমার আমরণ সংগ্রাম

জেল-জুলুমের অত্যাচারের ফসল আজকের বাংলাদেশ,

কী গভীর মমত্ব আর ভালোবাসায় তোমার এ দান।

হায়নারা গুলি ছুড়ে তোমার প্রাণ কেড়ে নিলো

তোমার কাল চশমা

তোমার নিত্য সঙ্গী কাল পাইপ ছিটকে পড়লো

তোমার সোনার বাংলার ছবি দেখতে দেখতে

তুমি কেমন করে চোখ বুজে গেলে

আমরা তোমাকে বাঁচাতে পারলাম না—পিতা

শেষ চলে যাওয়ার আগে কত জনকে ফোন করেও সাড়া পাওনি!

সাড়া দেয়নি তারা

কি নামে ডাকব তাদের। পিতা?

প্রধানরা সাড়া দেয়নি কেন সেদিন? এ উত্তর আজও মেলেনি

জামিল ছুটে এসেও বাঁচাতে পারনি

গোয়েন্দা সংস্থা সেদিন সন্ধ্যাতেই কি ঘুমিয়ে পড়েছিলো?

বাংলার পিতাকে সপরিবারে হত্যার নীল নকশা

একদিনে তৈরি হয়নি—

নীল নকশার কথা তোমাকে বলা হলো না কেন পিতা?

এ অপরাধের লজ্জা ঢাকি কেমনে?

তুমি জাতির পিতা, রাষ্ট্রপ্রধান

তোমার আবাস কেন হয়ে উঠলো না

বঙ্গভবন বা গণভবনের মত সুরক্ষিত স্থানে

হে পিতা, তোমার বেঁচে থাকা আমাদের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর