শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উপলব্ধিবাজী

মিজানুর রহমান বেলাল

আকাশ দেখি না বলেই মেঘবতি আমার বান্ধবী

 

মাছির মতো কতো ছেলে ঠেলে—ধরলি তুই হাত

যে হাতে ফোটে ভালোবাসার উড়ন্ত নীল গোলাপ।

কেউ জানে না; কেউ কেউ জানে গোলাপ রহস্য

ভালোবাসার বিনিময়ে দিলাম চোখচন্দ্র সন্ন্যাস।

 

তোর বুকে লক্ষ-কোটি পুরুষ দৃষ্টির বুনোবৃষ্টি

ভিজিয়ে দেয়—মগ্নসুরের ভায়োলিন ভদ্রশহর

 

আমি বুঝলেও বুঝে না—খানকী মাগির পুত্র যতো;

কোন কোন বুনোপুরুষের চোখ তোর কাছে—

হঠাৎ লাফিয়ে আসা অবৈধ গ্রেনেডের মতো...

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর